হৃদয় খানঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত আমিরখানী গ্রামের রাস্তাগুলোর অবস্থা বেহাল দশায় পরিনত হয়েছে।
উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের আমিরখানী গ্রামের অভ্যন্তরের অধিকাংশ মাটির রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ফলে ভোগান্তিতে পড়ছেন স্হানীয় জনসাধারণ।
সরেজমিনে গ্রামটির বিভিন্ন স্হানে ঘুরে দেখা যায়, প্রতিটি রাস্তাতে কাঁদায় ভরপুর। এতে করে যান চলাচলের ব্যঘাট সৃষ্টি হয়েছে।সামান্য বৃষ্টি হলেই রাস্তাগুলো করুণ অবস্হায় পরিনত হয়।অতি বৃষ্টি হলে পোহাতে হয় সীমাহীন দুর্ভোগ। রাস্তার এই করুণ দশার ফলে ধান ঘরে তুলতে বিপাকে পড়েছেন স্হানীয় কৃষকেরা।এলাকার রাস্তাগুলোকে মেরামত করে চলাচলের উপযোগী করে দেওয়ার স্হানীয় জনপ্রতিনিধিদের কাছে আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক জানান,বিগত কয়েকবছর আগে আমাদের এমপি আব্দুল মজিদ খানকে আমিরখানী মহল্লাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে এলাকার রাস্তাগুলো মেরামতের দাবি জানিয়েছিলাম।কিন্তু দুঃখের বিষয় তিনি রাস্তাগুলো মেরামতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত পুরোপুরি তা বাস্তবায়ন হয়নি।
অপরদিকে স্হানীয় তরুণ টুটুল মিয়া(২৫)জানান, বৃষ্টি হলে রাস্তাগুলোর বেহাল দশার কারণে বাজার-হাটে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।ঘর থেকে বের হয়েই কাঁদাযুক্ত রাস্তা চোখে পড়ে আমাদের।যার ফলে কাঁদার উপর দিয়ে হেঁটে যাওয়াটা আমাদের পক্ষে অসম্ভবের কারণ হয়ে দাঁড়ায়।অনেক যানবাহন আমিরখানী গ্রামের রাস্তার মধ্যে দিয়ে প্রবেশ করতে ও অনিচ্ছা পোষণ করেন।আমরা এই রাস্তাগুলোর দ্রুত সংস্কার করার জন্য দাবি জানাই।