স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি) সিলেট বিভাগীয় কমিটির চা-শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।”মূল্লুকে চলো “আন্দোলনের ১০১ তম দিবস পালন উপলক্ষে ও চা শ্রমিকদের দৈনিক মজুরী ন্যুন্যতম ৫০০ টাকা নির্ধারণ এবং তাঁদের ভূমির অধিকার প্রদান সহ ১০ দফা দাবীতে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।(২২ মে) রবিবার সকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)সিলেট বিভাগীয় কমিটির আয়োজনে মৌলভীবাজারে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি(সিপিবি) হবিগঞ্জ জেলা থেকে উক্ত চা শ্রমিক সমাবেশে অংশগ্রহণ করেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি হবিগঞ্জ জেলা সংসদের সভাপতি কমরেড হাবিবুর রহমান সাধারণ সম্পাদক পীযূষ চক্রবর্তী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বানিয়াচং বড়বাজার গ্রুপ কমিটির সাধারণ সম্পাদক কমরেড আতাউর রহমান মিলন কমরেড রাজভী আহমেদ আবু বক্কর সহ নেতাকর্মী।এতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাতীয় নেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম,সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স,চা শ্রমিক সংগঠক আব্দুল্লাহ আল কাফি রতন ও এস এম শুভ, শ্রমিক নেতা মাহবুব জামান, ও সিলেট বিভাগীয় নেতৃবৃন্দ।