জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত।।
হবিগঞ্জের জনপদ ডেস্ক :
/ ১৭৬
বার পঠিত
আপডেট :
মঙ্গলবার, ২৪ মে, ২০২২, ৯:৩২ অপরাহ্ণ
বানিয়াচং,প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বানিয়াচং ১ নম্বর উত্তর -পূর্ব ইউনিয়ন।
২৪ মে মঙ্গলবার বিকাল ৪টায় বানিয়াচং লোকনাথ রমন বিহারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বানিয়াচং উপজেলা ক্রীড়সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমীর হোসেন মাষ্টার,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, জেলা আওয়ামী লীগ নেতা এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল,পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আংগুর মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, রেখাছ মিয়া, আরফান উদ্দিন,নজরুল ইসলাম খান,রোটারিয়ান রেজাউল মোহিত খান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ছায়েব আলী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ক্রীড়া সংস্থার সদস্য আব্দুর রৌফ,আবুল মনছুর তুহিন, শাহজাহান মিয়া,মতিউর রহমান প্রমুখ।
ফাইনাল খেলা বানিয়াচং ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন ও ৪ নম্বর দক্ষিন-পশ্চিম ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত খেলা গোল শূন্য ড্র হওয়াতে খেলাটি ট্রাইবেকারে নিস্পত্তি হয়।ট্রাইবেকারে বানিয়াচং ১ নম্বর উত্তর -পূর্ব ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।