তৃণমূলের নেতা কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ।
–আব্দুল মজিদ খান এম.পি
——————‐——
হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, আওয়ামী লীগের কমিটি গঠন করার মাধ্যমে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী হবে। নতুন কমিটির নেতৃত্বে আসা নেতৃবৃন্দরাই ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজ করে যাবেন। তৃণমূলের নেতা কর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আর এর অংশীদার হচ্ছেন এইসব ত্যাগী আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আওয়ামী লীগ একটি বৃহৎ শক্তিশালী রাজনৈতিক সংগঠন। এই সংগঠনে অনেক-অনেক যোগ্য ও ত্যাগী নেতা রয়েছেন। কিন্তু কমিটিতে সবাই স্থান করে নিতে পারে না। এটি একটি সীমিত ব্যাপার। এজন্য পিছপা হবার কোন কারণ নেই। যোগ্যরা সব সময়ই যোগ্য থাকেন। আওয়ামী লীগ এক এবং সবাই ঐক্যবদ্ব হবে। আমাদের ঐক্যের বন্ধন টিকিয়ে রাখতে হবে। দলের স্বার্থে সবাইকে বিরোধ-বিশৃঙ্খলা ভুলে গিয়ে কাজ করতে হবে। নীতি আর্দশ ঠিক রেখে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে।সোমবার (২৩ মে) বানিয়াচং উপজেলার ৭নম্বর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন। সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া।
৭নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিদ মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান শেখ শামছুল হক,এডঃ যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, আইন বিষয়ক সম্পাদক এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে শাহজাহান মিয়া কে সভাপতি ও হারুন মিয়া কে সাধারন সম্পাদক,যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, দাবিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।