হৃদয় খানঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা থেকে ২ টি তক্ষক উদ্ধার করা হয়েছে।উদ্ধার করার পর তক্ষক দুটিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
(২৪ মে) মঙ্গলবার বিকাল ৪ টায় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন, হবিগঞ্জ বনবিভাগ,ও মাধবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে তক্ষক দুটিকে উদ্ধার করা হয়।এসময় তক্ষক ২টি প্রাচার করার সময় ৩ জনকে আটক করা হয়।আসামিরা হলেন,কাউসার মিয়া(২৫),কাজল কিসকু (৩০),অজয় হাসদা(৪৮)।আসামি কাওসার মিয়া সাপাহার থানার নওগাঁ জেলার বাসিন্দা। অপরদিকে কাজল কিসকু ও অজয় হাসদা ঘোরাঘাট থানার দিনাজপুর জেলার বাসিন্দা হবিগঞ্জ বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদেরকে তক্ষকগুলো প্রাচার করার সময়ে তাঁদের আটক করা হয়।এ ব্যাপারে হবিগঞ্জ বনবিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী দৈনিক হবিগঞ্জের জনপদকে জানান,২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও লঙ্ঘন জনিত অপরাধে আসামিদের কে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত।