দৈনিক হবিগঞ্জের জনপদ ডেস্ক রিপোর্ট:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।রবিবার (২৯মে) সকাল ১০টার দিকে মাধবপুরের শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটে।খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের ২টি,শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি এবং হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট মোট ৬টি ইউনিট একসঙ্গে কাজ করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মনোতুষ মল্লিক জানান, রোববার সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার শাহজিবাজার ৩৩০ মেঘাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট ট্রান্সমিটারে হঠাৎ আগুন লেগে যাওয়ার খবর পাই।কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তাৎক্ষণিক সেটি বলা যাচ্ছে না তবে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বলা যাবে কিভাবে আগুন লেগেছে। অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে রয়েছে।মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান,কোথা থেকে কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে কোন হতাহতের ঘটনা ঘটেনি।