হবিগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
হবিগঞ্জের জনপদ ডেস্ক :
/ ১০০
বার পঠিত
আপডেট :
বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১১:৩০ অপরাহ্ণ
হবিগঞ্জের জনপদ ডেক্স ঃ হবিগঞ্জ জেলা সার্কিট হাউজ সন্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।(২ জুন) বৃহস্পতিবার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কতৃত্ব প্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব, সমন্বয়কারী, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, মোঃ হোসেন আলী খোন্দকার, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।
এ ছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জে উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোতাচ্ছিরুল ইসলাম, পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, পৌরসভা ও অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।