স্টাফ রিপোর্টারঃ বিডিক্লিনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের ন্যায় হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। “পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে তাদের এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সারাদেশ ব্যাপি এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে আসছেন বিডিক্লিন টিমের সদস্যরা। এরই ধারবাহিকতায় নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বিডিক্লিন বানিয়াচং টিমের সদস্যরা।
বিডিক্লিন বানিয়াচং টিমের সমন্বয়ক এস আর তাকসিনের নেতৃত্বে আজ শুক্রবার এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন টিমের অন্তত ৩০ জন সদস্য। পরিষ্কার পরিচ্ছন্ন ও যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার অঙ্গীকারবদ্ধ শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে মাঠ পর্যায়ের বিডিক্লিন বানিয়াচং টিমের সদস্যরা তাদের এ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেম। শপথ বাক্য পাঠ করান বানিয়াচং আইডিয়েল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক জসিম উদ্দিন।
শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রভাষক জসিম উদ্দিন।
শুক্রবার পরিচ্ছন্নতা অভিযানে তাদের ২১তম কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিডিক্লিন বানিয়াচং টিমের ২০ টি পরিচ্ছন্নতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কর্মসূচির শুরুতেই শপথবাক্য পাঠ শেষে বিডি ক্লিনের সদস্যরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে মাথায় ক্যাপ, মুখে মাস্ক, হাতে ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন। এ সময় পথচারী ও উৎসুক জনতা বিডি ক্লিনের এমন কার্যক্রমের প্রশংসা করেন এবং সাধুবাদ জানান। বিডি ক্লিনের প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আজ বানিয়াচং উপজলা পরিষদের আশপাশের এলাকা পরিষ্কার করেন বিডিক্লিন বানিয়াচং টিমের সদস্যরা। পর্যায়ক্রমে বানিয়াচংয়ের স্কুল-কলেজ-মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও এর চারপাশ পরিষ্কার করার প্রত্যয় ব্যক্ত করেন টিমের সদস্যরা।বিডিক্লিন বানিয়াচং টিমের সমন্বয়ক এস আর তাকসিন জানান, সম্পুর্ণ অরাজনৈতিক ও সামাজিক এ সংগঠনটি নিজস্ব অর্থায়নে শুরু থেকেই সারাদেশে এ পরিচ্ছন্নতার কার্যক্রম করে যাচ্ছেন। আজ ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে একই সময়ে সারাদেশব্যাপি এ পরিচ্ছনতার কাজ হচ্ছে। লক্ষ্য সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা।উল্লেখ্য, ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে” এই স্লোগানকে সামনে রেখে এবং পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ২০১৬ সালের ৩ জুন গঠন করা হয়েছিল ‘বিডিক্লিন’ নামের এ সংগঠনটি। এরপর থেকে ক্রমান্বয়ে সারাদেশে ছড়িয়ে পরে তাদের কার্যক্রম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ফরিদ উদ্দিনের সমন্বয়ে ৩ জুন গঠিত হয় স্বেচ্চাসেবী এ সংগঠনটি। বর্তমানে সারাদেশে এ সংগঠনে অন্তত ৩৪ হাজার সক্রিয় সদস্য রয়েছেন বলে জানিয়েছেন বিডিক্লিনের সিলেট বিভাগীয় সমন্বয়ক বদরুল আলম জয়।