হৃদয় খানঃ হবিগঞ্জ থেকেঃ হবিগঞ্জের শায়েস্তাগন্জ উপজেলা থেকে দেড় কেজি ওজনের কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
(০৪ জুন) শনিবার সকাল ১১ টায় অলিপুর নয়াগাঁও থেকে কচ্ছপ টি উদ্ধার করা হয়।
হবিগঞ্জ বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ বনবিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর দিক-নির্দেশনায় সংগীয় ফোর্সের সহায়তায় কচ্ছপটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া কচ্ছপ।
এ ব্যাপারে জানতে চাইলে হবিগঞ্জ বনবিভাগের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন,কচ্ছপটিকে বর্তমানে পরিচর্যায় রাখা হয়েছে। পরিচর্চা শেষ হলেই অবমুক্ত করা হবে। তিনি আরো বলেন বন্যপ্রাণীদের বনে থাকতে দেওয়া উচিত।কারণ কথায় আছে বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। পাশাপাশি বন্য প্রাণীকে দেখলে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন রানা আহমেদ, টিপলু দেব প্রমুখ।