হবিগঞ্জের জনপদ ডেস্কঃ সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগীদের সার্বক্ষণিক শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতকে যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি।
( ৬ জুন) দুপুরে, শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট ও হাসপাতালে, সীতাকুণ্ড অগ্নিঘটনায় আহত রোগীদেরচিকিৎসা সেবার পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা জানান। শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউট ও চট্রগ্রামের বার্ণ ইন্সটিটিউট সহ সংশ্লিষ্ট সকল হাস্পাতালের চিকিৎসকদের ২৪ ঘন্টা ডিউটি নিশ্চিত করা হয়েছে বলে এসময় উপস্থিত মিডিয়ার কাছে জানান মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন বারবার এই রকম ভয়াবহ, হৃদয়বিদারক ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা মেনে নেয়া হবেনা। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের পাশাপাশি এই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না ঘটে সে ব্যাপারে দৃঢ় ও কঠোর পদক্ষেপ নেয়া হবে।”