এই ক্যাম্পাস থাকবে বহুকাল ধরে
থাকবো না আমি স্মৃতি রবে পড়ে।
চলার পথে লেগে থাকবে আমার পদচিহ্ন
স্মৃতী যুক্ত কাটবে আমার একেকটি অহ্ন।
এই বেলকনির গ্রীল ধরে যখন
অন্য বালিকা দাঁড়িয়ে থাকবে তখন
আমার স্মৃতী হয়তো উঠবে ভেসে
গাইবে না গান কেউ আর উল্লাসে।
এই ক্যাম্পাস থাকবে বহুকাল ধরে
প্রতিটি দেওয়ালে থাকবে স্মৃতি অচিরে।
আমি চলে গেলে আসবে না বাধা
এই হোয়াইট বোর্ড টি রইবে না সাদা।
শিক্ষার্থীরা আসতে থাকবে ক্রমান্বয়ে
স্মৃতি সব থাকবে ছড়িয়ে ছিটিয়ে।
এই ফুল বৃক্ষটি আর থাকবে না সেদিন
এই ক্যাম্পাস হতে বিদেয় হবো যেদিন।
এই ঘাসযুক্ত মাঠটি ও থেকে যাবে এখানে
শুধু থাকবো না আমি চলে যাবো ওখানে।
আমার চলে যাওয়াতে থেমে যাবে না বাতাস
শশী, তারকা, রবি মুক্ত হবেনা আকাশ।