হবিগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী ও শিশুসন্তানসহ ৩ জন আহত হয়েছেন। তাঁদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (৮ জুন) দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের বামকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত মাসুদা বেগম (২২) হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের চান মিয়ার স্ত্রী।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বুধবার লাখাই উপজেলার সিংহগ্রামে পিত্রালয় থেকে মাসুদা বেগম তাঁর স্বামী চান মিয়া এবং তাঁদের সন্তান মাহিন মিয়াকে (১৯) চিকিৎসক দেখাতে সিএনজি অটোরিকশা যোগে হবিগঞ্জ শহরের উদ্দেশে রওনা হন।বামকান্দি এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশার চালক বেপরোয়া গতিতে একটি ট্রাক্টরকে ধাক্কা দেন। এতে মাসুদা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তার স্বামী, সন্তান ও অটোরিকশা চালককে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।