দৈনিক হবিগঞ্জের জনপদ ডেস্কঃ টানা বৃষ্টির ও পাহাড়ি ঢলে বন্যার কবলে পড়েছে সিলেটবাসী। সিলেট সদর, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট সহ অনেক উপজেলা বৃষ্টির ও পাহাড়ি ঢলে সিলেটবাসীর বাসাবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট, স্কুল কলেজ, মাদ্রাসা,ডুবে যাচ্ছে।
সিলেটের সব নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করে, সুরমা, কুশিয়ারা, পিয়াইন নদীর পানি অস্বাভাবিকভাবে বাঁড়ার কারণে সিলেটবাসী আতঙ্কে দিন কাটাচ্ছেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে (১৭জুন) শুক্রবার সকাল থেকে বন্যাকবলিত এলাকা থেকে মানুষকে উদ্ধার করতে মাঠে নেমেছে সেনাবাহিনী।
জানা গেছে, সরকারিভাবে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বন্যাকবলিত এলাকার জন্য ৪০ টন চাল ও ৫০হাজার টাকার শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে।বনলতা পরিস্থিতিতে জরুরি কন্ট্রোল রুম চালু করা হয়েছে।ও উপজেলায় ২৪টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।।