দৈনিক হবিগঞ্জের জনপদ ডেস্কঃ হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান আজমিরীগঞ্জ উপজেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন।
(১৯ জুন) রবিবার আজমিরীগঞ্জ ডিগ্রি কলেজে আশ্রয় গ্রহণ করা বন্যা দুর্গতদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তিনি কাকাইলছেও বাজার পরিদর্শন করেন এবং কাকাইলছেও খাদ্য গুদামে আশ্রিত দুর্গত পরিবারগুলোর সাথে মতবিনিময় করেন। ইশরাত জাহান দ্রুততম সময়ে সেখানে বিদ্যুৎ সংযোগ নিশ্চিতকল্পে সংশ্লিষ্টদের আদেশ করেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী; উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান, উপজেলা নির্বাহী অফিসার, সুলতানা সালেহা সুমী; সহকারী কমিশনার মোঃ শোয়েব শাত-ঈল ইভান; উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।