বানিয়াচংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরণ।
হবিগঞ্জের জনপদ ডেস্ক :
/ ৮০
বার পঠিত
আপডেট :
সোমবার, ২০ জুন, ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ
শাহ সুমন বানিয়াচংঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যায় ও বানের পানিতে তলিয়ে যাওয়া ৩, ৪, ৫ নং ইউনিয়নের মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়।।
(২০ জুন) সোমবার দুপুর ১২টয় বানিয়াচং উপজেলার ৩, ৪, ৫ নং ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে চাল ১০ কেজি, মুশুর ডার ১ কেজি, চিনি ১ লিটার, লবন ১ কেজি, হলুদ গুড়া ২০০ গ্রাম, মরিচ গুড়া ১০০ গ্রাম, ধনিয়া গুড়া ১০০ গ্রাম, তেল ১ লিটার, ত্রান বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
উপস্থিত ছিলেন ৩ নং ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, ৪ নং ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাবেক চেয়ারম্যান রেখাস মিয়া, ৫ নং ইউপি চেয়ারম্যান মঞ্জু কুমার দাস ও ইউপি সদস্যবৃন্দ আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষিবিদ কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, একাডিমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আজগর উদ্দিন ও বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,৮ নং খাগাউড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।।