হৃদয় খানঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়াড়ি কে গ্রেপ্তার করেছে পুলিশ। (২১ জুন) মঙ্গলবার দিবাগত রাতে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের দিক নির্দেশনায় অত্র থানায় কর্মরত এস,আই হুমায়ুন কবির সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকার অন্তর্ভুক্ত ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ী বাজারে অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ নজরুল ইসলাম (৪০) পিতা- মৃত ধন মিয়া ২। মোঃ তোতা মিয়া (৪৫) পিতা- মোঃ আব্দুর রহমান উভয়সাং- কুমড়ী, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জ ৩। মোঃ আবুল কাশেম (৫০) পিতা- মৃত ছিরু মিয়া ৪। মোঃ আজমান মিয়া (৪০) পিতা- মৃত হিরা মিয়া, উভয়সাং- কদমচাল, থানা- অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ জুয়া খেলার নগদ অর্থ ও তাসসহ গ্রেপ্তার করা হয়।এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন। তিনি আরো বলেন, সকল প্রকার অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।