হৃদয় খানঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যায় কবলিত বিভিন্ন স্হান পরিদর্শন এবং আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
ত্রাণ বিতরণ করছেন জেলা প্রশাসক ইশরাত জাহান ও অন্যান্য অতিথিবৃন্দ।
(২৩ জুন) বৃহস্পতিবার সকাল ১১ টায় নৌকাযোগে বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত ১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের বন্যায় কবলিত বিভিন্ন স্হান পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেখানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
আশ্রয় কেন্দ্র পরিদর্শন ও জনসাধারণের সাথে মতবিনিময় করছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
এসময় জেলা প্রশাসক ইশরাত জাহান বন্যাদুর্গত প্রত্যেক পরিবারের সাথে কুশলাদি বিনিময় করেন এবং স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি)ইফফাত আরা জামান উর্মী, অতিরিক্ত পুলিশ সুপার(বানিয়াচং সার্কেল)পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস প্রমুখ।