বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃহবিগঞ্জের বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে উপজেলার কৃষকদের কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় দিনব্যাপী রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১১ টায় সেমিনারের উদ্ধোধন করা হয়।বানিয়াচং উপজেলা কৃষি অফিসের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূখ্য সমন্বয়কের ভূমিকায় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হক।এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতী আতাউর রহমান, ডিলার হোসেন আহমদ খান,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংবাদিক নূরুল ইসলাম, কৃষক রিয়াজ উদ্দিন, ডিলার প্রতিনিধি সুমন প্রমুখ।সেমিনারে কৃষক ও আলোচকরা বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি ও কৃষকদের সহযোগিতার জন্য সরকারের ভূয়সী প্রশংসা করেন।সেমিনারে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ ও কৃষি’র বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে দিনব্যাপী আলোচনা অনুষ্ঠিত হয়েছে।