হৃদয় খানঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু ধর্ষণের ঘটনায় জড়িত আসামি মনির মিয়া(২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
(২৩ জুন) দিবাগতরাতে বানিয়াচং উপজেলা সদরের লামাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আসামি মনির মিয়া বাডাউরী গ্রামের নূর ইসলামের ছেলে।বানিয়াচং থানা সূত্রে জানা যায়, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশনায় থানায় কর্মরত এসআই মনিরুল ইসলামের সংগীয় ফোর্সের রাত্রিকালীন বিশেষ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।তিনি আরো বলেন, অপরাধ দমনে নিয়মিত এই অভিযান অভ্যাহত থাকবে।