হবিগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ উপলক্ষে নিমতলা প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি এবং জেলা প্রশাসনের প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এসময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ। আরো উপস্থিত ছিলেন পরিদর্শক, জেলা শিক্ষা কর্মকর্তা, বিজিবি, আনসার, জেলা কারাগার পুলিশের প্রতিনিধিসহ ইমাম, শিক্ষক ও সর্বস্তরের জনসাধারণ এবং জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।উক্ত সভা শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।