হৃদয় খানঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে সহায়তা প্রদান করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
(২৭ জুন)সোমবার বিকাল ৪ টায় নৌকাযোগে বানিয়াচং উপজেলা সদরের ১নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্ভুক্ত বন্যায় কবলিত বিভিন্ন স্হানে এবং আশ্রয় কেন্দ্রে অবস্থানরত সাধারণ মানুষদের মধ্যে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ব্রুনাই শাখার সহযোগিতায় উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের গনমাধ্যম বিষয়ক সম্পাদক আইয়ুব আল আনসারি।
খাদ্য সামগ্রী বিতরণ করছেন যুব অধিকার পরিষদের গনমাধ্যম বিষয়ক সম্পাদক আইয়ুব আল আনসারিও হবিগঞ্জ শাখার আহ্বায়ক তাওহীদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক তাওহীদ হাসান। এসময় তিনি বলেন, বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত বানভাসী মানুষের কল্যাণে আমাদের এই সহায়তা নিয়মিত অভ্যাহত থাকবে।দেশের প্রতিটি স্হানে যুব অধিকারের সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।পাশাপাশি বানভাসিদের এই খারাপ সময়ে পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।খাদ্য সামগ্রী বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আনছার আলী,ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ শাখার সহ-সভাপতি শেখ জায়েদ আহমেদ সুমেল, ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফ সিদ্দিকী বুরহান,যুব অধিকার পরিষদের সদস্য রাশিদা জাহান,সাংবাদিক শাহ সুমন,আজকের পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হৃদয় খান প্রমুখ।