হবিগঞ্জের জনপদ ডেস্কঃ বানিয়াচংয়ে কারিতাস সিলেট অঞ্চলের পরিবার ও সমাজভিত্তিক বন্যার পূর্বপ্রস্তুতি প্রকল্প-৩ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৮ জুন) মঙ্গলবার সকাল ১১ টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, কারিতাস বাংলাদেশের আঞ্চলিক পরিচালক বনিফাস খংলা,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান শেখ মিজান, ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন চৌধুরী, কারিতাস বাংলাদেশের সিলেট অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা ডানিয়েল ধৃতুস্নাল, জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মোঃ আবু তাহের, ইউপি সদস্য দেবীচাদ,হারিস উদ্দিন প্রমূখ। অবহিতকরণ সভায় জানানো হয়,তিন বছর মেয়াদে বানিয়াচং উপজেলার ১৫ নম্বর পৈলারকান্দি ইউনিয়নের উপকারভোগী ৩ হাজার ৫ শ ১৪ টি পরিবারের জন্য কাজ করবেন।
প্রকল্পের স্টেকহোল্ডার হলেন প্রকল্প এলাকার বন্যা দূর্গত সকল জনগণ বিশেষভাবে অতিদরিদ্র,ভূমিহীন, প্রান্তিক পরিবার,শিশু, বৃদ্ধ-বৃদ্ধা,প্রতিবন্ধী, বিধবা,গগর্ভবতী ও মহিলা প্রধান পরিবার যারা বন্যায় বিপদাপন্ন তাছাড়া ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা ও বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান।