বানিয়াচংয়ে অনিক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ।
হবিগঞ্জের জনপদ ডেস্ক :
/ ১৬৮
বার পঠিত
আপডেট :
বুধবার, ২৯ জুন, ২০২২, ১০:৪১ অপরাহ্ণ
বানিয়াচং প্রতিনিধি: বানিয়াচংয়ে অনিক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৯জুন) সকাল ১০টার সময় উপজেলার ১নং ইউপির পূর্বগড়,জামালপুর,বড়নগর, হাসানপুর, কামালখানী, ছোটনগর, কাজীমহল্লাসহ বিভিন্ন গ্রামে বন্যা ক্ষতিগ্রস্ত এবং অসহায় দরিদ্র ২৫০ পরিবারের মাঝে অনিক ফাউন্ডেশনের উদ্যোগে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ইতালী প্রবাসী ও কমিউনিটি লিডার মোহাম্মদ মনু মিয়ার এর অর্থায়নে বন্যার্তদের মাঝে চাল, ডাল, পেয়াজ, সয়াবিন তেল,বিস্কুট সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ছিলেন অনিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও তরুণ সাংবাদিক মুহাম্মদ দিলোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন অনিক ফাউন্ডেশনের উপদেষ্টা সর্দার আবুল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান সহ ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।