হৃদয় খানঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পুলিশ সুপার এস,এম মুরাদ আলী।(২৯ জুন)বুধবার দুপুর ১২ টায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলি বানিয়াচং থানার অন্তর্ভুক্ত ০৬নং কাগাপাশা ইউনিয়নের চমকপুর, বাগহাতা ও আশপাশের গ্রামে অসহায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী (শুকনো খাবার) বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ করছেন পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
এই সময় পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয় উক্ত এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত এবং বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৫০০ জন বন্যা দূর্গতদের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন।
এসময় পুলিশ সুপার এস,এম মুরাদ আলী বন্যা কবলিত হাওড়ের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন, হাওড়ে মানুষের জীবন জীবিকা পর্যবেক্ষক করেন, মানুষের কথা শুনেন এবং মতবিনিময় করেন।ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন,০৬ নং কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান এরশাদ আলীসহ থানায় কর্মরত অফিসার ফোর্স এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।