হৃদয় খানঃ হবিগঞ্জের বানিয়াচংয়ের ঐতিহ্যবাহী বানিয়াচং প্রেসক্লাবের পক্ষ থেকে বন্যার্ত ও পানিবন্দী মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা ও ত্রান বিতরণ করা হয়েছে।
(২৯জুন) বুধবার সকাল ১০ টায় বানিয়াচং প্রেসক্লাব মিলনায়তনে ত্রান বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ত্রান বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ নমির আলী, উপদেষ্টা মোতাব্বির হোসেন, উপদেষ্টা আক্কাস আলী খান।
বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খলিলুর রহমানের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মুজিবুর রহমান, নূরুল ইসলাম, আক্তার হোসেন আলহাদী,আলমগীর রেজা,সাব্বির চৌধুরী, এসকে রাজ,প্রমুখ। এর পুর্বে ২৮ জুন উপজেলা সদরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র এবং বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার বলেন,বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের পাশে বানিয়াচং প্রেসক্লাব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় তাদের প্রতি ধন্যবাদ রইলো। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।