সৈয়দ সোহেল রানাঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের অন্তর্গত শরীফখানী গ্রামের প্রাচীন ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব জুরাসিক ক্লাবের কৃতি অলরাউন্ডার সাইদুর রহমান মিঠু’র রোমানিয়া গমন উপলক্ষে জুরাসিক ক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
জুরাসিক ক্লাবের কৃতি ক্রিকেটারের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন সিনিয়র ক্রিকেটার সৈয়দ সোহেল রানা।
সাইদুর রহমান মিঠু ছিলো জুরাসিক ক্লাবের খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ক্ষেত্রে সে ছিলো অনন্য। তার বিদায় অনুষ্ঠানে ক্লাবের সকলে আবেগাপ্লুত হয়ে পড়ে।
ক্লাবের পক্ষ থেকে তার প্রবাস জীবনের মঙ্গল কামনা করা হয়।
মিঠু’র বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন জুরাসিক ক্লাবের সিনিয়র ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড হবিগঞ্জ শাখার সিনিয়র অফিসার কাওছার আহমদ।সিনিয়র ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক সমাজসেবা অধিদফতরের সমাজকর্মী(সিএসবিবি) সৈয়দ সুহেল রানা। সিনিয়র ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক আইপিডিসি ফাইনান্স লিমিটেড হবিগঞ্জ শাখায় কর্মরত শহীদ আলী আখঞ্জী, জুরাসিক ক্লাবের অধিনায়ক মাহমুদুল হাসান মোহন,সাবেক অধিনায়ক নাঈম ইসলাম বাদশা,গোলাম পারোয়ার নোহাশ,আনোয়ার ফারুক আরমান,নওশের আহমেদ ফাহিম,তামজিদুর রহমান নাদির,নিশাত সর্দার,নাঈম বিশ্বাস,আজহারুল ইসলাম বিবলু ও গোলাম নাফিস নাবিল।