বানিয়াচং প্রতিনিধিঃ এস কে সুমা প্রথমে শুরু করেন ১০০টি পরিবারের মধ্যে শুকনো খাবার দিয়ে। তার পর মানবিক ভাই-বোনদের পক্ষ থেকে বানভাসী মানুষদের জন্য, উপহার সরূপ নগদ 500 টাকা করে ৩০টি পরিবারের মধ্যে প্রদান করা হয়। মানবিক এস কে সুমা পানিবন্ধী ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ছুটে চলেছেন। তার নিজ তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত চানপাড়া, বাসিয়াপাড়া, দত্তপাড়া বন্দেরবাড়ি, মজলিশপুর বন্দের বাড়ি সহ বড় নগর, ৪৫ টি পরিবারকে নগদ 500 টাকা করে দিয়েছেন।