বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা দূর্গতদের মাঝে বন্যা পরবর্তী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বানিয়াচং কৃষক দলের নেতৃবৃন্দ।রবিবার (৩ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলার ২ নং উত্তর-পশ্চিম ইউনিয়নের তকবাজখানী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে কৃষক দলের এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত ৩০০ থেকে ৩৫০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে সিলেটের পার্কভিউ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার সমীর কুমার দেবনাথ আগত রোগীদের চিকিৎসা করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। এছাড়াও ফিজিশিয়ান সালেহুন মিয়া এসময় রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।দিনব্যাপি এ ফ্রি চিকিৎসা সেবায় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা কৃষক দলের আহবায়ক জুলফি খান তিতু, যুগ্ম আহবায়ক আঃ সালাম, মুকিত খান, সরোয়ার হোসেন সিদ্দিকী এবং সদস্য সচিব মোক্তাদির হাসান সেবুল। এছাড়াও বানিয়াচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন ঠাকুর, ছাত্রদলের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন স্বপন, যুক্তরাষ্ট্র বিএনপি’র শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল হাই কয়েস, ২ নং ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারুন উর রশীদ লস্কর, একই ইউনিয়নের কৃষক দলের সাধারণ সম্পাদক হানু মিয়া, ৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মন্টু মিয়া, যুবদল সদস্য মাছুম মিয়া এসময় উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, বানিয়াচংয়ে বন্যার শুরু থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বন্যার্তদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। তারা বলেন, ত্রাণ বিতরণের পাশাপাশি ফ্রি চিকিৎসা সেবা দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় দেশের জনগণের পাশে রয়েছে।