শাহ সুমন ঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
(৩ জুন)রবিবার বেলা ১ টায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ এনামুল হকের সঞ্চালনায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার অন্তর্ভুক্ত ৬০০ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন,কৃষি একটি দেশের অর্থনৈতিক উন্নতির মেরুদণ্ড। কৃষকদের কষ্ট লাগব করতে বর্তমান সরকারের মাধ্যমে নতুন, নতুন প্রযুক্তি আবিস্কার হচ্ছে। পাশাপাশি সরকার কৃষকদের কে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করে যাচ্ছেন। ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংবাদিক হৃদয় খান প্রমুখ।বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফলের মেলা-২০২২ অনুষ্ঠিত হয়।উক্ত ফলের মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। এতে দলীয় ও স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।