দৈনিক হবিগঞ্জের জনপদ ডেস্কঃ হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ জেলা পর্যায়ে জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
( ৪ জুলাই) সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ জেলা পর্যায়ে জাতীয় সহপাঠ্যক্রম ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজের প্রিন্সিপাল, প্রেসক্লাবের সভাপতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকবৃন্দ । আজকের এই কর্মসূচির মাধ্যমে মোট ১৩৫ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।