নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ- বানিয়াচং সড়কের ভাটিপাড়া রাস্তার মোড়ে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানীর কার্ভাড ভ্যান ও টমটম মুখোমুখি সংঘর্ষে টমটম চালক নিহত হয়। নিহত টমটম চালক আজমিরীগঞ্জ উপজেলার নগর পশ্চিমপাড়া গ্ৰামের আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ পায়েল মিয়া (২৫)। বুধবার (৬ জুলাই) সকালে দূর্ঘটনাটি হলে টমটম চালক ঘটনাস্থলেই নিহত হয়। টমটমে থাকা যাত্রী দু’জন আহতদেরকে থানা পুলিশ উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। ব্যাক্তি দুই জন হলেন সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার চিরাইল গ্ৰামের কালনমিয়া ও মোহাম্মদ তাহের মিয়া।এ ঘটনাটি ঘটলে কাভার্ড ভ্যান চালক পালিয়ে যায়। কাভার্ড ভ্যানটি আটক করেছে থানা পুলিশ। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন টমটম চালক ঘটনাস্থলেই মারা যান। লাশটি মর্গে পাঠানো হয়েছে।