খোকাখুকুর ঈদ
খোকাখুকু বেজায় খুশি,
দেখে ঐ নীল গগনে
ঈদের চাঁদের হাসি।
কে পড়বে লাল জামা,
কে সাদা টুপি।
সাতসকালে সবার আগে
উঠবে কে জাগি
এ-সব নিয়ে খোকাখুকুর
চলছে মাতামাতি।
মায়ের হাতের পায়েস খাবো
বাবার সাথে ঈদগাহে যাবো,
নামাজ পড়ে করবো দোয়া
প্রভুর দরবারে।
করবো না আর ঝগড়া-বিবাদ
এটাই মোদের ঈদের শপথ।
সবাই মিলে করবো মোরা
সুখ ভাগাভাগি।
আলমগীর রেজা
সাংবাদিক ও আর্টিস্ট