নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওয়েল ফেয়ার সোসাইটি যুক্তরাষ্ট্র পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ শতাধীক মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮জুলাই) সকাল ১০টায় ওয়েল ফেয়ার সোসাইটি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জামাল হোসেন ও সাধারন সম্পাদক ইমরান আলী টিপু সভাপতিত্বে দিনব্যাপী নবীগঞ্জের খরিয়া, রমজানপুর, রামপুর, চাঁনপুর, কালিয়ারভাঙগা, কাজিরবাজার, বাগাউড়া, ফার্মবাজার, মোস্তফাপুর দাখিল মাদ্রাসা, প্রজাতপুর ও ইনাতগন্জে বন্যা কবলিত এলাকায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী। নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, ইনাতগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা আব্দুল আজাদ শাহজাহান, যুবলীগ নেতা রাশিদুল ইসলাম সেবু, উপজেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম, কাজির গাও ২নং ইউপির সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ প্রমূখ।
এসময় এডভোকেট আলমগীর চৌধুরী বলেন দুর্যোগকালীন সময়ে বানবাসী মানুষের পাশে দাড়িয়ে মানবতার কল্যাণে এগিয়ে এসেছে সংগঠনটি। নি:সন্দেহে এটি প্রসংশার দাবিদার।তিনি সংগঠনের সবাইকে ধন্যবাদ জানিয়ে এ ধারাবাহিকতা অব্যাহত রাখার আহবান জানান।