হবিগঞ্জের জনপদ ডেস্কঃ তীব্র তাপদাহে পুড়ছে বানিয়াচং উপজেলা। প্রখর রোদ যেনো মাথার উপরেই সূর্যের অবস্থান। রোদের তীব্রতায় ঠিকে থাকাই দায়। অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ৩৬ ডিগ্ৰি তাপমাত্রায় ভুগছেন বানিয়াচংবাসী। দিন- রাতে সমান তালে গরমের দাপট। তার পাশাপাশি রাতে লোডশেডিং।
অস্বাভাবিক তাপদাহের কারণে বানিয়াচংয়ে ঘরে ঘরে জ্বর, সর্দি-কাশি,মাথা ব্যথা, শ্বাসকষ্ট, চর্ম রোগ, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
হাসপাতাল-ক্লিনিক, ডাক্তারের চেম্বারে ও বাড়ছে রোগীর সংখ্যা। বানিয়াচং বড়বাজারের ফার্মেসী গুলোতে দেখা গেছে রোগীর সংখ্যা। বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী তানভীর আঁট, মোঃ আলমগীর মিয়া বলেন আমার বয়স ৩০-৩২ বছর হবে, এবছরের মত এতো গরম পাই নি। আগামী শুক্রবার থেকে তাপমাত্রা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা সিলেট আবহাওয়াবিদরা।