লন্ডন প্রবাসী খালেদ আহমেদের কবিতাঃ
দুই দিনের এই পৃথিবীতে কেউতো কারো নয়।
সবাই শুধু আপন আপন করে অভিনয়।
থাকতে সময় বুঝে নিও যদ লেনাদেনা।
পুলসিরাতের পারের টিকেট যায় আমলে কেনা।
নিজের হিসাব নিজেই দিবে মওলাপাকে কয়।
কত মানুষ চলে গেলো এলো নাতো ফিরে।
কতো আশা মায়া ছিলো এই দুনিয়া ঘিরে।
প্রশ্ন যখন করবে তোমায় ফেরেশতারা এসে।
দিতে পারো জবাব তাদের যেনো হেসে হেসে।
পাবে তুমি জান্নাতির ঘর চির শান্তিময়।