বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচংয়ে একটি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের নাম আবিদুর রহমান (২৪)। সে হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রামের তাহের মিয়ার পুত্র। শনিবার(১৬ জুলাই)সকালে বানিয়াচং থানা পুলিশ উপজেলার ৯ নম্বর পুঁকড়া ইউনিয়নের নাগুড়া ফার্ম উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের জানালার গ্রিলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থা ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,সে একজন নির্মাণ শ্রমিক হবে। ২ থেকে ৩ দিন হল ভবনের নির্মাণ কাজ বন্ধ আছে। তবে এব্যাপারেও খোঁজখবর নেয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া মৃত্যুর কারন বলা যাচ্চেনা।