নিজস্ব প্রতিবেদকঃ বানিয়াচংয়ে উপজেলা আনসার সহকারী কোম্পানি কমান্ডার নুরুল আমিন খান (৫৩) নিজ বসত ঘরে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। আহত নুরুল আমিন খান কে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১ টায় বানিয়াচং উপজেলার মধুখানী গ্রামে নিজ বসত ঘরে হামলার শিকার হয়েছেন নূরুল আমীন খান। হামলাকারীরা হলেন একই গ্রামের হানু মিয়ার পুত্র ফারহান মিয়া(৩০)সাদ্দাম (২৬) ও দাউদ মিয়া (২০)।এলাকাবাসী ও নুরুল আমিন খানের পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে পরিবারের লোকজন নিয়ে ঘুমে ছিলেন নুরুল আমিন খান। হঠাৎ বসত ঘরের দরজা হাতুড়ি দিয়ে ভেঙে বসত ঘরে ঢুকে পড়ে হামলা করে সন্ত্রাসীরা। আশপাশে বাড়িঘর না থাকায় সংঘবদ্ধ সন্ত্রাসীরা মাছ ধরার তুফি ও হাতুড়ি পেটা করে গুরুতরভাবে আহত করে চলে যায়।
হামলাকারীরা বিভিন্ন চুরি, হামলা, ধর্ষণ সহ একাধিক মামলার আসামি। থানা পুলিশ প্রায় সময় তাদের খুঁজে এলাকায় যায় যাওয়ার কারণে হামলাকারীরা আনসার বাহিনীর সহকারী কোম্পানি কমান্ডার কে সন্দেহ করে আসছে। ঘটনার দিন ও হামলার পূর্বে বানিয়াচং থানা থেকে পুলিশ গিয়ে হামলাকারীদের খোজ করে আসছিলো। এ ব্যাপারে নুরুল আমিন খানের স্ত্রী আসমা খাতুন জানান, ওরা সন্ত্রাসী। এদের উপর ধর্ষন, মারামারির, চুরির মামলা আছে।পুলিশ প্রায়দিনই খোজে। আমার স্বামীকে হামলার দিন ও পুলিশ এদেরকে খোজ করছে। সন্দেহবশত আমার স্বামীর উপর হামলা করছে। আমি এর বিচার চাই।