সোমবার (২৫ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট সাদিয়া আক্তার। এসময় তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তানগর ও উমেদনগর এলাকায় “ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮” এর ৩২(১) এর অপরাধে ৪৮ ধারায় – মেসার্স হোসেন এন্টারপ্রাইজকে ২,০০০টাকা, মেসার্স মদিনা এন্টারপ্রাইজকে ৫,০০০টাকা, মেসার্স সুমন এন্টারপ্রাইজকে ২,০০০টাকা, আউলিয়া ট্রেডার্সকে ২,০০০টাকা, এবং অগ্রদূত ফিলিং ষ্টেশন,নবীগঞ্জ রোড, উমেদনগর হবিগঞ্জ-কে ২৯ ধারা লংঘনে ৪৬ ধারায় ১০,০০০টাকা, মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৫টি প্রতিষ্ঠানকে মোট -২১০০০/ টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রসিকিউশন প্রদান করেন BSTI এর উর্ধতন পরিদর্শক মাসুদ রানা এবং এএস আই আবু হানিফ-এর নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।