নবীগঞ্জ থানা পুলিশের সাথে মতবিনিময় ও পরিদর্শন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি।।
নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ থানা পুলিশের সাথে মতবিনিময় ও বার্ষিক পরিদর্শন করেন এস এম মুরাদ আলি।মঙ্গলবার (২৬জুলাই) সকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশের সাথে মতবিনিময় ও বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার আবুল খায়ের (বাহুবল সার্কেল)ও নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ডালিম আহমেদ
পুলিশ সুপার এস এম মুরাদ আলিকে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করা হয়।সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার এস এম মুরাদ আলি নবীগঞ্জ থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং কর্মরত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন।পরিদর্শন শেষে পুলিশ সুপার এস এম মুরাদ আলি গ্রাম পুলিশের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় নবীগঞ্জ থানায় কর্মরত অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।