বানিয়াচং প্রতিনিধিঃ বানিয়াচং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছরের নীচের টমটম চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা নিবে এবার স্থানীয় উপজেলা প্রশাসন। ২৭ তারিখ বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। প্রাথমিকভাবে সতর্ক করা হবে। প্রাথমিক সতর্কবার্তায় কাজ না হলে প্রয়োজনীয় কঠোর ব্যাবস্থা নেওয়া হবে।
২৬ জুলাই মঙ্গলবার সকাল ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলী সরকার, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, আহাদ আলী আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, হিন্দু কমিউনিটি নেতা বিপুল ভূষণ রায়, অধ্যক্ষ স্বপন কুমার দাস, প্রেসক্লাবসভাপতি মোশাহেদ মিয়া, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, হায়দারুজ্জামান খান, আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস, এরশাদ আলী, ফরিদ আহমেদ, মাসউদ কোরাইশি মক্কী,হাফেজ শামরুল ইসলাম, জয়কুমার দাস, সাদিকুর রহমান, শেখ মিজান, নাসিরুদ্দিন চৌধুরী প্রমুখ।
আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়।
এছাড়া বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনেকে বানিয়াচং উপজেলা পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।