বানিয়াচং, প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। (৩১ জুলাই) রবিবার বিকাল ৪ টায় উপজেলা সদরের শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসিনা আক্তারের নেতৃত্বে মহিলা আওয়ামী লীগের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন ও সাধারণ সম্পাদক আলেয়া জাহিরের অন্যায়,অযৌক্তিক ও অগঠনতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে । প্রতিবাদ সভায় বক্তারা বলেন,জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অন্যায়, অবৈধ ও অগঠনতান্ত্রিকভাবে পুরাতন কমিটি বিলুপ্ত না করে নতুন কমিটি অনুমোদন দিয়েছেন।যার ফলে আমরা মানববন্ধন করতে বাধ্য হয়েছি। হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এভাবে অনিয়মের মাধ্যমে কমিটি অনুমোদন দেওয়াতে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পুরাতন কমিটি বহাল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হলে আমরা নবাগত নেতৃত্ব কে স্বাগত জানাবো।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় মহিলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ছাড়াও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।