হৃদয় খানঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু ও কিশোর -কিশোরী ক্লাবে প্রয়োজনীয় উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। (২ আগষ্ট)মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কিশোর -কিশোরী ক্লাবে ও পিয়ার লিডারদের মধ্যে বিভিন্ন উপকরণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্প এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে উক্ত খেলাধুলার উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এসময় কিশোর-কিশোরী ক্লাবে প্রয়োজনীয় খেলাধুলার উপকরণ সামগ্রী ও ক্লাবের পিয়ার লিডারদের মধ্যে বিভিন্ন উপকরণ সামগ্রী প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)ইফফাত আরা জামান উর্মী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার,সিআরএফ নূর মোহাম্মদ আলী,সাংবাদিক হৃদয় খান,দৈনিক আমার হবিগঞ্জের বানিয়াচং প্রতিনিধি হৃদয় হাসান শিশির, পিয়ার লিডার জোনাকি আক্তার, কামরুন্নাহার রুবিনা প্রমুখ।
উল্লেখ্য একসিলারেটিং প্রটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় বানিয়াচং উপজেলার অন্তর্ভুক্ত ১২ টি শিশু ও কিশোর -কিশোরী ক্লাবের কার্যক্রম চলমান রয়েছে। ধারাবাহিকভাবে ক্লাবগুলোর সংখ্যা আরো বাড়বে এমন তথ্য নিশ্চিত করেছেন (এপিসি)প্রকল্পের সিআরএফ নূর মোহাম্মদ আলী।