বানিয়াচংয়ে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হস্তান্তর।
হবিগঞ্জের জনপদ ডেস্ক :
/ ১১৮
বার পঠিত
আপডেট :
বুধবার, ৩ আগস্ট, ২০২২, ১০:১৪ অপরাহ্ণ
শাহ সুমনঃ বানিয়াচংয়ের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড হস্তান্তর করা হয়। বুধবার (৩ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। প্রধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বক্তব্যে বলেন, একাত্তরের দীর্ঘ নয়মাস মুক্তিযোদ্বাদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। যারা মুক্তিযুদ্বে অংশগ্রহণ করে আমাদের লাল সবুজের পতাকা এনে দিয়েছেন তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং যাঁরা শহিদ হয়েছেন তাঁদের আত্নার মাগফিরাত কামনা করি।এসময় উপজেলায় তালিকার অন্তর্ভুক্ত ১৯০ জন মুক্তিযোদ্ধাদের মধ্যে জীবিত ১০২ জনের মধ্যে ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়। বাকি মৃত ৮৮ মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের পরিবারের নিকট পৌঁছে দেওয়া বলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা পরিষদের সিএ ফয়জুর রহমান রুবেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, সাবেক বানিয়াচং উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ