দৈনিক হবিগঞ্জের জনপদ ডেস্কঃ গত(১৭জুলাই) লাখাই থানাধীন ৩ নং মুড়িয়াউক এর তেঘরিয়া সাকিনস্থ ভিকটিম পাভেল মিয়া (১০) এর মা বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করিলে। (১ আগষ্ট) লাখাই থানাধীন ১ নং লাখাই ইউপি স্বজন গ্রাম সাকিনস্থ ভিকটিম সাগর দাস (২২) এর পিতা সেন্টু লাল দাস বাদী হয়ে একটি হত্যা মামলা রুজু করেন।
উক্ত মামলা ০২টির মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি (৩ আগষ্ট) বুধবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার লোকজন ও ভিকটিমদ্বয়ের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তিনি উক্ত ঘটনা দুই টির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুলি ইসলাম,লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) চম্পক দাম, ও এলাকার গণ্যমান্য লোকজন।