ষ্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখা। চলতি বছরে সিলেট বিভাগে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলার প্রায় ২ শত বন্যার্তদেরকে অনুদান দেওয়া হচ্ছে।
রবিবার (৭ আগস্ট) দুপুর আড়াইটায় হবিগঞ্জ পুরান মুন্সেফী এলাকাস্থ ব্যাংক কার্যালয়ে সুবিধাভোগীদের উপস্থিতিতে বিকাশে টাকা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, ব্যাংক কর্মকর্তা রিয়াজ উদ্দিন। ইতিপূর্বে গত ১ লা আগস্ট আর্থিক অনুদান প্রদান কার্যক্রম উদ্ধোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম ও হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার নাজরাতুল নাঈম। ব্যাংকটির ব্যবস্থাপক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্স এর সভাপতি মিজানুর রহমান শামীম, কাউন্সিলর টিপু আহমেদ সহ ব্যাংকটির সম্মানিত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।