শাহ সুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত। সোমবার ( ৮ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সহকারী কমিশনার (ভূমি ) ইফফাত আরা জার্মান উর্মি, বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া, অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার সুজিৎ দেব, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রমূখ।
পদ্মাসন সিংহ বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে সাহস ও অনুপ্রেরণা যুগিয়েছেন এই মহসী নারী ফজিলাতুন্নেছা।৬ দফা আন্দোলন কিংবা ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, সব কিছুতেই আড়ালে থেকে বাণ্ডালির মুক্তির সংগ্রামে ভূমিকা রেখেছেন। এসময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, আলমগীর রেজা, শাহ সুমন, হ্নদয় খান, ও বিভিন্ন পেশাজীবীর মানুষ।