নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা পরিদর্শন করেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। (১৩ আগষ্ট) শনিবার হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি হবিগঞ্জ সদরের রাজনগর এলাকায় অবস্থিত ইসলামিয়া এতিমখানা পরিদর্শন করেন।
এ সময় তিনি হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার ছাত্র ও শিক্ষকদের সাথে মোটিভেশনাল সংক্রান্ত আলোচনায় অংশ নেন এবং এতিমখানার ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার সেক্রেটারী রফিকুল বারী চৌধুরী মামুন, জয়েন্ট সেক্রেটারী হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানাসহ মোঃ গোলাম ওয়াদুদ ফারুকসহ হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার সকল সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীগণ।