বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
হবিগঞ্জের জনপদ ডেস্ক :
/ ৮৭
বার পঠিত
আপডেট :
মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ
বানিয়াচং, প্রতিনিধিঃ স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ লুতফুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আংগুর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বিপুল ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহানারা আক্তার বিউটি,হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নুরুন্নেছা বেগম, উপজেলা যুবলীগের সহসভাপতি মাহবুবুর রহমান খান মাসুদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হোসেন খান মামুন, ছাত্রলীগ নেতা মফিজুর রহমান নাবিল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ লস্কর, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল, আসাদুর রহমান খান, হাজী আবুল হোসেন, সাজ্জাদ খান, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, ইউপি আওয়ামী লীগ নেতা আমীর হোসেন নিয়াশা, মোশাহেদ মিয়া, তৈয়বুর রহমান চৌধুরী, ফারুক চৌধুরী, সাজিদ আলী তালুকদার, নজরুল খান, দাবিরুল ইসলাম, আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম সোহেল,যুবলীগ নেতা কাওসার আহমেদ প্রমুখ।
সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আকিকুর রহমান রুমন, নূরুল ইসলাম, আলমগীর রেজা।