শাহ সুমনঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে থানা পুলিশের অভিযানে এক কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী তায়েব আলীকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
(১৯ আগষ্ট) শুক্রবার দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর দিকনির্দেশনায় থানায় কর্মরত এসআই সবুজ কুমার নাইডু, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, ও এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাতুকর্ণ পাড়ার বন্দের বাড়ীর মৃত কমর উদ্দিনের পুত্র তায়েব আলী (৬০) কে এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব জানান আসামীর বিরুদ্ধে হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রুজু আছে। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করিয়া বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় মাদক, জুয়া, চুরি, ডাকাতিসহ আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।