বানিয়াচংয়ে পুরানবাগ ছান্দের সর্দার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মতিউর রহমান।।
স্টাফ রিপোর্টার ঃ বানিয়াচংয়ে পুরানবাগ সাত মহল্লার সান্দ সর্দার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মতিউর রহমান। সান্দ সর্দার নির্বাচন করার লক্ষ্যে শনিবার ২৭ আগস্ট স্থানীয় তুষার স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। ৩ নম্বর দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরফান উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন ১ নম্বর উত্তর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান খান, ৪ নম্বর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, বড়বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি জয়নাল আবেদীন, বড়বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী লুতফুর রহমান।
সভায় সর্দার নির্বাচনের জন্য তিনজন প্রার্থী নাম ঘোষণা করেন। তারা হলেন মোহাম্মদ মতিউর রহমান, আবুল হোসেন, খালেদ রহমান। সভায় উপস্থিত মহল্লাবাসীর জনসমর্থনের ভিত্তিতে অতিথিবৃন্দ সান্দ সর্দার হিসেবে মতিউর রহমানের নাম ঘোষণা করেন। মোহাম্মদ মতিউর রহমানের নাম ঘোষণার সাথে সাথে পুরানবাগ সাত মহল্লার মানুষজন তাকে গ্রহণ করে অভিনন্দন জানাতে থাকেন। দীর্ঘদিন পর পুরানবাগ সাত মহল্লাবাসী সম্মিলিতভাবে একজন সান্দ সর্দার নিযুক্ত করতে পেরেছেন। যারা প্রার্থী ছিলেন তারাও তাকে মেনে নিয়েছেন। মোহাম্মদ মতিউর রহমান পুরানবাগ মহল্লার একজন বাসিন্দা। তিনি হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ এ পড়া শেষে ঢাকা তিতুমীর কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বানিয়াচং বড়বাজারে সুনামের সহিত ওয়ালটনের শোরুম পরিচালনা করছেন।